ভাইস-চ্যান্সেলর মহোদয়ের বাংলা নববর্ষের শুভেচ্ছা বার্তা ১৪২৮

প্রেরক: উপাচার্য, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটি, বাংলাদেশ।

প্রাপক: বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, শিক্ষার্থী ও তাদের পরিবারবর্গ।

১ লা বৈশাখ ১৪২৮(১৪ ই এপ্রিল ২০২১), বাঙ্গালীর সার্বজনীন লোক উৎসব পহেলা বৈশাখ। হাজার বছরের ঐতিহ্যের বহমানতায় আজ বাঙালি হারিয়ে যাবে বাঁধভাঙা উল্লাসে। বাংলা নববর্ষ সকল বাঙ্গালীর মাঝে জাগায় প্রাণের নতুন স্পন্দন, নতুন আশা, নতুন সম্ভাবনা। বিগত বছরের সুখ-দুঃখ, আনন্দ-বেদনা পেছনে ফেলে নতুন বছরে সাফল্যের পথে এগিয়ে যাক বাংলাদেশ- বাংলা নববর্ষে এ আমাদের সকলের প্রত্যাশা। বাংলা নববর্ষের এই দিনে আমি ও আমার সহধর্মিনীর পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, শিক্ষার্থী ও তাদের পরিবারবর্গকে জানাই বাংলা নববর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন। এ বছরটি বাঙালি জাতির জন্য একটি বিশেষ গৌরবময় বছর। এ বছর স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী, ৫০ বছরে পা দিলো স্বাধীন বাংলাদেশ-একইসাথে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী । প্রাকৃতিক সৌন্দর্য এবং সাংস্কৃতিক ঐক্য, ভাষা সব নিয়ে গড়া এ দেশ- আমাদের বাংলাদেশ, যার আরেকটি পরিচয় জাতির পিতার সোনার বাংলা। বাংলা নববর্ষ সবসময়ই অন্ধকার দূর করে বাঙালিকে আলোর পথে ধাবিত করে৷ কিন্তু বিশ্বজুড়ে প্রাণঘাতী করোনা ভাইরাসের তাণ্ডবে আজ সকলেই সন্ত্রস্ত। সম্প্রতি ‌করোনা সংক্রমণ প্রকট হওয়ার কারণে সকলকে যথেষ্ট সতর্ক অবস্থায় থেকে নতুন বছরের সূচনা করতে হবে।

স্বাধীনতার পূর্বকাল হতে নানা সময়ে আমাদের সংস্কৃতি ও অসাম্প্রদায়িক চেতনাবোধের ওপর বারবার আঘাত এসেছে। নিজস্ব ভাষা ও সংস্কৃতিকে ভিন্নধারায় প্রবাহিত করতে অন্যায়ভাবে চাপিয়ে দেয়া হয়েছে বারবার। কিন্তু বাঙালি জাতি তা কখনো মেনে নেয়নি। তাইতো প্রতিবছর পহেলা বৈশাখ বাঙালি সংস্কৃতি ও জাতিসত্তা বিকাশের প্রবল শক্তি নিয়ে উপস্থিত হয়। সার্বজনীন এই উৎসবটি বাঙালির সকল ক্ষেত্রে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। অতীতের সকল গ্লানি ও বিভেদ ভুলে বাংলা নববর্ষ জাতীয় জীবনে আমাদের সকলকে জাতি-ধর্ম-বর্ণ-গোত্র নির্বিশেষে আরো ঐক্যবদ্ধ করবে, এই হোক আমাদের কামনা।

বাংলা নববর্ষ ১৪২৮ জাতীয় জীবনে আরো সম্প্রীতি ও সমৃদ্ধি বয়ে আনুক-এ প্রত্যাশা করি। মহামারি ক‌রোনার ভয়াবহতা মোকাবিলা করে নতুন বছরে  উন্নয়‌নের পথে এগিয়ে যাক বাংলাদেশ ও আমাদের মেরিটাইম  বিশ্ববিদ্যালয়। নতুন বছর নতুন অর্জন আর প্রাচুর্যে, সৃষ্টি আর কল্যাণে ভরে উঠুক - আমাদের সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, সুস্থতা, শান্তি ও সমৃদ্ধি- মহান আল্লাহতায়ালার দরবারে এই প্রার্থনা করছি।

 

ভাল থাকুন, সুস্থ থাকুন, সামাজিক দূরত্ব বজায় রাখুন।

জয় বাংলা।                                                                               

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটি চিরজীবী হোক।