ভাইস-চ্যান্সেলর মহোদয়ের পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা বার্তা

প্রেরক: উপাচার্য, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটি, বাংলাদেশ।

প্রাপক: বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, শিক্ষার্থী ও তাদের পরিবারবর্গ।

ঈদ মোবারক, বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, শিক্ষার্থী ও তাদের পরিবারবর্গকে- আমি ও আমার সহধর্মিণীর পক্ষ থেকে জানাই- সকল মুসলিমদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন। মাসব্যাপী কঠোর সিয়াম সাধনার পর আমাদের জীবনে অনাবিল শান্তি ও আনন্দের বার্তা নিয়ে আসে ঈদুল ফিতর।

এ বছর ভিন্ন প্রেক্ষাপটে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। করোনা নামক এক প্রাণঘাতী ভাইরাস সারা বিশ্বে মহামারী আকারে ছড়িয়ে পড়েছে। কাজেই স্বাভাবিক সময়ের মত এবার ঈদুল ফিতর উদযাপন করা সম্ভব হবে না। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আনন্দ উৎসবের জন্য মহান আল্লাহতায়ালা ঈদুল ফিতরের দিন নির্ধারণ করে দিয়েছেন। কিন্তু এ বছর আমরা সশরীরে পরস্পরের সঙ্গে মিলিত হতে বা ঈদের শুভেচ্ছা বিনিময় করতে না পারলেও ভার্চুয়াল মাধ্যমে আমরা দিনটি উদযাপন করব, সকলের খোঁজখবর নিব। আল্লাহতালা সবাইকে এ মহামারী থেকে মুক্তি দান করুন এটাই কামনা করি।

ঈদুল ফিতর আমাদের সামাজিক ও ভ্রাতৃত্বভোধের বন্ধন অটুট ও সুদৃঢ় করে। ঈদুল ফিতরের এই ধারা শুধু ঈদ নয় বছরের প্রতিটি দিনেই অব্যাহত রাখতে হবে। পবিত্র ঈদ-উল-ফিতর বয়ে আনুক জাতি-ধর্ম নির্বিশেষে আমাদের মধ্যে অনাবিল আনন্দ, সুখ, শান্তি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের নব বার্তা।

সবার ঈদ হোক সুন্দর, আনন্দময়, নিরাপদ এবং উৎসবময়। আপনি ও আপনার পরিজনেরা আনন্দের সঙ্গে নিরাপদে ঈদ উদযাপন করুন, সকলের সুখী ভবিষ্যৎ কামনা করছি ।

ভাল থাকুন, সুস্থ থাকুন, সামাজিক দূরত্ব বজায় রাখুন।

 

জয় বাংলা।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটি চিরজীবী হোক।

ঈদ মোবারক!!!!!