ভাইস-চ্যান্সেলর মহোদয়ের পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা বার্তা

প্রেরক: উপাচার্য, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটি, বাংলাদেশ।

প্রাপক: বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, শিক্ষার্থী ও তাদের পরিবারবর্গ।

ঈদ মোবারক, বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, শিক্ষার্থী ও তাদের পরিবারবর্গকে- আমি ও আমার সহধর্মিণীর পক্ষ থেকে জানাই মুসলিম জাহানের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা ও অভিনন্দন। ত্যাগের মহিমায় মহিমান্বিত পবিত্র ঈদ-উল-আযহা। ঈদ উল আযহার চেতনার আলোকে, জীবনের প্রতিটি ক্ষেত্রেই সহনশীলতা, সহমর্মিতা, ধৈর্য্যশীলতা ও ত্যাগী মনোভাবকে প্রাধান্য দেয়া এবং চর্চা করাই হউক আমাদের জীবনের পাথেয়।

দীর্ঘ দিন ধরেই বিশ্ব আজ করোনা ভাইরাসের সংক্রমণে বিপর্যস্ত। এই মহামারিকাল আমাদের স্বাভাবিক জীবন ব্যবস্থায় আমূল পরিবর্তন এনেছে। কোভিড-১৯ এর উদ্ভূত দুর্যোগময় পরিস্থিতি কাটিয়ে উঠতে আমাদের ধৈর্য্য, সাহস ও শক্তি প্রয়োজন। আমরা মহান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি যে, তিনি যেন আমাদের সেই ক্ষমতা ও শক্তি দান করেন।

পবিত্র ঈদ-উল-আযহার মহান আদর্শ ও শিক্ষাকে আমাদের চিন্তায়, চেতনায় এবং কর্মে প্রতিফলন ঘটাতে হবে। সকলকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখতে হবে বাংলাদেশকে একটি সুন্দর, সফল, কার্যকর এবং শান্তিপূর্ণ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে। এই শিক্ষাকে ধারণ করে আমাদের সকলের জীবন চলার পথে অনুসরণ করা প্রয়োজন।

ঈদ-উল-আযহার আনন্দের সাথে আমাদের মানুষ হিসেবে মানুষের প্রতি সামাজিক ও মানবিক দায়িত্ব পালনেও সচেষ্ট থাকতে হবে। সরকার করোনা পরিস্থিতিতে জনকল্যাণমুখী নানা পদক্ষেপ নিয়েছে এবং এই ভাইরাসের হাত থেকে জনগণকে রক্ষার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে।  আমার বিশ্বাস, করোনাভাইরাস মহামারির সকল দুর্যোগ-বিপর্যয়  কাটিয়ে ঈদ-উল-আযহা সবার মাঝে আনন্দ বয়ে আনবে ইনশাল্লাহ। আমি আশা করি, দৃঢ় মনোবল ও ধৈর্য্য ধারণের মাধ্যমে বৈশ্বিক এই মহামারি কাটিয়ে উঠে আবারও আমরা আনন্দমূখর ঈদ উদযাপন করতে পারবো। আল্লাহ আমাদের শান্তি ও সৌভ্রাতৃত্বের বন্ধনকে আরও শক্তিশালী করুক।

ভাল থাকুন, সুস্থ থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটি চিরজীবী হোক।

ঈদ মোবারক !!!!